অগ্রাধিকার ভিত্তিতে কোভিড টিকা পাবে বাংলাদেশ: মন্ত্রীসভা
ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমোদন পেলেই অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ টিকার চালান পাবে বাংলাদেশ। মন্ত্রীসভার বৈঠকে এমন আশা প্রকাশ করে জানানো হয়, এলক্ষ্যে সরকার ইতোমধ্যেই ভ্যাকসিন উৎপাদনের চেষ্টায় জড়িত সকল দেশ এবং সংস্থার সঙ্গে যোগাযোগ বজায় রাখছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল ব্যবস্থায় অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রীসভার বৈঠক সূত্রে একথা জানা গেছে।
বৈঠকে টেলি-কনফারেন্সের মাধ্যমে তার আনুষ্ঠানিক বাসস্থান গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীসভার অন্য সদস্যরা সচিবালয় ভবনে অবস্থান করে এতে অংশ নেন।
বৈঠকের পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ভ্যাকসিন প্রসঙ্গ নিয়ে আলোচনার বিষয়টি জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ''আজকের (বুধবার ৭ অক্টোবর) বৈঠকে টিকা প্রসঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে এবং স্বল্পমূল্যে টিকার চালান পাবে। তাছাড়া, দেশে একের অধিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি টিকা উৎপাদনে সক্ষম হবে।''
সচিব জানান, মহামারির পর থেকেই বিশ্বের নানা দেশে কোভিড-১৯ প্রতিষেধক উৎপাদনের প্রতিযোগীতা শুরু হয়েছে। 'শুরু থেকে এবিষয়ে আমরা টিকা গবেষণায় জড়িত নানা সংস্থা ও দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছি।''
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) অনুমোদনহীন কোনো টিকা বাংলাদেশ গ্রহণ করবে না, বলেও জানিয়েছে তিনি।
হু'র স্বীকৃতিকে মান নির্ধারণের প্রধান মাপকাঠি হিসেবে ধরে; স্বাস্থ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ এবং কিছু স্থানীয় ওষুধ প্রস্তুতকারক গবেষণাকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছে।
সচিব আরও জানান,কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ে সরকার ৬শ' কোটি টাকার স্বতন্ত্র একটি তহবিল রেখেছে।
''টিকা ক্রয়ে কোনও অর্থসঙ্কট হবে না। যেখানে থেকেই পাওয়া যাক, বাংলাদেশ সে টিকা কিনবে'' আনোয়ারুল ইসলাম যোগ করেন।
জনস্বাস্থ্য বিভাগ আজ বুধবারের বৈঠকেই মন্ত্রীসভাকে কোভিড-১৯ টিকা সংগ্রহ নিয়ে সরকারি প্রচেষ্টার সর্বশেষ অগ্রগতির তথ্য জানায়।
- সূত্র: ইউএনবি