অনিয়ম ঠেকাতে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার দায়িত্বে দুই বিচারিক কর্মকর্তা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/10/13/high_court_building_-_2.jpeg)
সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার অনিয়ম রুখতে দুই বিচারিক কর্মকর্তাকে তদারকির দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তদারকির জন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (যুগ্ম জেলা জজ) আব্দুর রহমান এবং সহকারী রেজিস্ট্রার (সিনিয়র সহকারী জজ) ওমর হায়দার।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর জানান, প্রশাসনের কর্ম-বণ্টন অনুযায়ী তাদেরকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম রুখতে না পারায় হতাশা প্রকাশ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ওই দিন আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় (কজলিস্ট) একটি মামলা ৩ নম্বরে থাকার কথা থাকলে তা ৮৯ নম্বরে ছিল। বিষয়টি প্রধান বিচারপতির নজরে আসলে ক্ষোভ প্রকাশ করেন।
এরই ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর সকালে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার ৩১ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করে প্রশাসন।
উল্লেখ্য, এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম বন্ধ করতে না পারায় হতাশা প্রকাশ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘সিসি ক্যামেরা বসালাম (এফিডেভিট শাখা ক), এখন সবাই বাইরে এসে এফিডেভিট করে। সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে পারছি না।’