অবশেষে ভোমরা বন্দরের ট্রাকের পণ্য খালাস শুরু
টানা ছয় দিন বন্ধ থাকার পর অবশেষে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) বিকেল ৫টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ীদের দাবি মোতাবেক এখন থেকে লেবার বিল আলাদা করে ঠিকাদারের হাতে না দিয়ে সরকারের নির্ধারিত রাজস্ব দিয়ে ব্যবসায়ীরা আলাদা লেবার নিয়ে পণ্য খালাসের কাজ করতে পারবেন।
বুধবার বিকেল থেকে লেবার নিয়ে ব্যবসায়ীরা ভারত থেকে আমদানিকৃত ট্রাক থেকে পণ্য খালাস শুরু করে।
ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ জানান, শ্রমিকরা মজুরী বৃদ্ধির দাবিতে গত ১ এপ্রিল থেকে ধর্মঘট শুরু করে। এরপর থেকে ভোমরা বন্দরে অচলাবস্থা দেখা দেয়। থমকে যায় রাজস্ব আদায়। বন্দর দিয়ে প্রতিদিন প্রায় তিন কোটি টাকার রাজস্ব আদায় হয়ে থাকে। গত সাতদিনে রাজস্ব আদায় হয়েছে যৎসামান্য।