অমিত সাহাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রলীগ
বাংলাদেশ ছাত্রলীগের বুয়েট শাখার আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্যের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ছাত্রলীগের কয়েক জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কয়েক জনকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অমিত তাদের মধ্যে সর্বশেষ।
এর আগে জানা যায়, আবরারকে শের-ই-বাংলা হলের যে কক্ষে আটকে রেখে কয়েক ঘণ্টা নিপীড়ন চালানো হয়েছে, সেই ২০১১ নম্বর কক্ষেরই অন্যতম আবাসিক ছাত্র অমিত।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি তাদের প্রদত্ত বিজ্ঞপ্তিতে জানায়, আবরার হত্যার সময় নিজের কক্ষে উপস্থিত না থাকলেও অমিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আবরারকে নিয়ে কথোপকথনের মাধ্যমে ঘটনাটিতে অংশ নিয়েছেন। সংগঠনের উদ্যোগে গঠিত দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি অধিকতর তদন্তে এর প্রমাণ পেয়েছে।
সেজন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
প্রসঙ্গত, আলোচিত আবরার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন হিসেবে অমিতের নাম আসার পরও মামলায় তার নাম না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল। পুজার ছুটিতে তিনি সে সময় হলে ছিলেন না বলে আবরার হত্যায় তার সংশ্লিষ্টতা নিয়েও বিতর্ক তৈরি হয়।
পরে ১০ অক্টোবর রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অমিতকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
তখন গোয়েন্দা শাখার সূত্রে জানা যায়, আবরার হত্যার ঘটনায় অমিতের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।