আওয়ামী লীগের জন্য আমরা শান্তিতে আছি: ত্রিপুরার স্পিকার
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভারতের ত্রিপুরা রাজ্যের অধিবাসীরা শান্তিতে আছেন বলে জানান ত্রিপুরা রাজ্য বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস।
তিনি বলেন, “আসাম রাজ্যসহ ভারতের কিছু কিছু অংশে উগ্রপন্থীরা অতর্কিত হামলা করত। বাংলাদেশের একটি সরকার তাদেরকে ‘প্রশ্রয়’ দিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খাগড়াছড়ি থেকে সিলেটের যে যে অংশে উগ্রপন্থীরা থাকত সব গুঁড়িয়ে দিয়েছে। আমরা এখন শান্তিতে আছি। বাংলাদেশের এই ঋণ অর্থের বিনিময়ে শোধ হবে না।”
শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকায় সরকারি-বেসরকারি কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ’ ভারত চ্যাপ্টারের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। রেবতী মোহন দাস এই প্রতিনিধি দলের প্রধান।
তিনি বলেন, "আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় এবং ঘনিষ্ঠ হোক। সেজন্য আমরা চাইছি সাংস্কৃতিক বিনিময়।"
দুইপাড়ের কবিগোষ্ঠী মিলে বই প্রকাশের কথাও বলেন তিনি।
তিনি বলেন, “ঋদ্ধতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমরা এগিয়ে এসেছি।”
এ সময় চেকপোস্টে ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের নেতৃবৃন্দসহ আখাউড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।