ফেব্রুয়ারি থেকে বেসরকারি পর্যায়ে টিকা বিক্রি শুরু করতে পারে বেক্সিমকো
দেশের বেসরকারি বাজারে বিক্রির জন্যে ভারতের সেরাম ইনস্টিটিউডের কাছ থেকে ৩০ লাখ ডোজ কিনবে দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। অ্যাস্ট্রাজেনেকা/ অক্সফোর্ড টিকাটির প্রতিডোজ কিনতে ৮ ডলার মূল্য দেবে স্থানীয় কোম্পানিটি। বেক্সিমকোর প্রধান পরিচালনা কর্মকর্তা রাব্বুর রেজার এব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
সিওও রাব্বুর রেজা জানান, ইতোপূর্বে করা এক চুক্তির আওতায় বেক্সিমকো প্রতিমাসে ৫০ লাখ ডোজ টিকা ৪ ডলার মূল্যে কেনার চুক্তি করেছিল। চলতি বছরের প্রথম ছয় মাস ওই মূল্যে মোট ৩ কোটি ডোজ সরবরাহ করবে সেরাম, যা সরকারের কাছে বিক্রি করবে বেক্সিমকো। কিন্তু, বেসরকারি বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা টিকায় তার দ্বিগুণ মূল্য দিতে হচ্ছে।
চলতি মাসের শেষদিকে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যবহারের জন্য টিকা সরবরাহ শুরু করবে সেরাম ইনস্টিটিউড, আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে তিনি সেকথাও জানান।
সেরাম কোভিশিল্ড নামে ভ্যাকসিনটি বাজারজাত করছে, যা প্রতি এক সপ্তাহ বাদে দুইবারে টিকাগ্রহীতাকে নিতে হবে।
ভারতের সবচেয়ে বড় পূর্বাঞ্চলীয় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ১৬ কোটির বেশি জনসংখ্যা। বিশ্বের অষ্টম জনবহুল এদেশে টিকা সরবরাহ করে ওষুধ রপ্তানি খাতে নিজের উজ্জ্বল ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চায় ভারত।
নির্ধারিত চালান পেলে আগামী ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে বেসরকারি পর্যায়ে টিকা বিপণন শুরু করা যাবে, বলে জানান বেক্সিমকো সিওও। কোভিশিল্ডের খুচরা বাজারমূল্য ১,১২৫ টাকা (১৩.২৭ মার্কিন ডলার) হবে বলে জানান তিনি। 'বর্তমানে, আমরা ১০ লাখ ডোজ কেনার চুক্তি করেছি। বর্তমান চুক্তির আওতায় ক্রয়াদেশ ২০ লাখে উন্নীত করা সম্ভব," বলেও তিনি উল্লেখ করেন।