আবরার হত্যা: সাদাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামী এ এস এম নাজমুস সাদাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার ঢাকার মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট শরিফুজ্জামান আনসারী আসামী সাদাতের জবানবন্দি রেকর্ডের পর তাকে কারাগারে পাঠান।
এর আগে গত ১৬ অক্টোবর সাদাতকে ৫ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
১৫ অক্টোবর দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা কাতলা বাজার এলাকা থেকে পুলিশ সাদাতকে গ্রেপ্তার করে। হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সাদাত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।
গত ৭ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে শিবির সন্দেহে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আবরারকে হত্যার পর খুনিদের বিচারের দাবিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন ছড়িয়ে পরে। এর মধ্যে আবরারের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী।