আম্পানের আঘাতের আগেই উপকূলের বাঁধে ভাঙন
ঘূর্ণিঝড় আম্পান সাতক্ষীরার উপকূলে আঘাত হানার আগেই খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের সোরা গ্রামের খোলপেটুয়া বাঁধে দুপুর একটার দিকে এ ভাঙন দেখা দেয়।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান বলেন, নদীর পানির উচ্চতা স্বাভাবিকের থেকেও বেশি বৃদ্ধি পাওয়ায় কিছু কিছু স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে।
বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম অবশ্য বাঁধে ভাঙ্গনের বিষয়টি স্বীকার করেননি।
তার দাবি, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পানি কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায়, সোরা গ্রামে বাঁধ উপচে পানি ভেতরে প্রবেশ করছে। তবে বর্তমানে পানির মাত্রা একটু কমেছে। বাঁধটি মেরামতের কাজ চলছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী বলেন, নদীর পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট বৃদ্ধি পেয়েছে। বাঁধের সঙ্গে পানির স্তর এখনও কানায় কানায় পূর্ণ। তাই চুইয়ে চুইয়ে এলাকায় পানি ঢুকছে ।