আরও এক বামন গরু পাওয়া গেল রাজশাহীতে
এবার রাজশাহীতে পাওয়া গেলো দেশের সবচেয়ে খর্বাকৃতির গরু। তবে গরুর মালিকের দাবি, তার গরু পৃথিবীর সবচেয়ে ছোট গরু। কারণ এর আগে ভারতের কেরালা রাজ্যের যে গরুটি গিনেস বুকে নাম লিখিয়েছিলো সে গরুটির উচ্চতা ছিলো ২৪ ইঞ্চি, ওজন ৩০ কেজি। আর রাজশাহীতে পাওয়া যাওয়া এই গরুটির উচ্চতা মাত্র সাড়ে ২৩ ইঞ্চি, ওজন ১৮ কেজি।
সে হিসেবে গরুটির মালিকের দাবি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গরু তার এটি। শখ করে তার নাম রাখা হয়েছে 'মাফিন'।
গরুটির মালিক রাজশাহী সওদাগর অ্যাগ্রোর স্বত্বাধিকারী আরাফাত রুবেল।
তিনি গরুটি তার এক বন্ধুর মাধ্যমে সাতক্ষীরা থেকে সংগ্রহ করেছেন। গরুটির দাম পড়েছে ৩০ হাজার টাকা। আর গরুটি সংগ্রহ করে রাজশাহীতে আনতে তার ১২ হাজার টাকার মতো খরচ পড়েছে।
আরাফাত রুবেল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ব্যতিক্রম ভিন্ন জাতের গরু পোষা তার শখ। নগরের কাটাখালী শ্যামপুর এলাকায় তার গরুর খামার রয়েছে। এর আগে তিনি ব্রাহমা জাতের অস্ট্রেলীয় গরু পুষতেন। এখন ব্রাহমা জাতের গরু নেই বলে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে খর্বাকৃতির গরু সংগ্রহ করছেন। তার খামারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা ১২টি খর্বাকৃতির গরু রয়েছে। অন্যান্য সব গরুই ২৮ থেকে ২৯ উচ্চতাবিশিষ্ট। তার মধ্যে মাফিন সবচেয়ে ছোট। মাত্র সাড়ে ২৩ ইঞ্চি উচ্চতা। এজন্য মাফিনকে তিনি নগরীর কালুমিস্ত্রির মোড় এলাকায় নিজ বাড়িতে রেখেছেন ।
ভুট্টি জাতের মাফিন প্রাপ্তবয়স্ক (দুই দাঁত)। লম্বায় ২৮ ইঞ্চি আর উচ্চতা সাড়ে ২৩ ইঞ্চি। আর ওজন সব মিলিয়ে ১৮ কেজি।
এদিকে বাংলাদেশে পাওয়া আরেকটি খর্বাকৃতির গরু 'রানী' লম্বায় ছিলো ২৭ ইঞ্চি আর উচ্চতা ছিল ২২ ইঞ্চি। ওজন ছিল ২৬ কেজি। সেটিও ছিল ভুট্টি জাতের গরু। তবে গত ২০ আগস্ট অসুস্থ হয়ে রানি মারা যায়।
আরাফাত রুবেল বলেন, 'গিনেস বুকে নাম লেখানো গরুটি হচ্ছে ভারতের কেরালার রাজ্যে। তার উচ্চতা ছিলো ২৪ ইঞ্চি। ওজন ৩০ কেজি। আর রানী ছিলো প্রতিবন্ধী। সে হিসেবে 'মাফিন' বিশ্বের সবেচেয় ছোট গরু।'
আরাফাত রুবেল জানান, মাফিন ছাড়াও তার খামারে আরও ১১টি ক্ষুদ্রাকৃতির গরু রয়েছে। মাফিন ছাড়া সবগুলোই বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে।
'শুধু মাফিনকে সরকার যদি চায় গবেষণার জন্য প্রাণিসম্পদ বিভাগে দিয়ে দিতে চাই। ক্ষুদ্রাকৃতির গরুর মধ্যে দাম পড়েছে ৮৫ হাজার টাকা। সেটা কক্সবাজার থেকে সংগ্রহ করা হয়েছে',বলেন তিনি।
এদিকে খর্বাকৃতির এই গরুকে ঘিরে স্থানীয় মানুষ আরাফাতের বাড়িতে ভীড় জমাচ্ছেন। ছোট শিশুরা আবার গরুর পাশে দাঁড়িয়ে নিজের উচ্চতা মিলিয়ে দেখছে। অনেকেই গরুটির সঙ্গে সেলফি তুলছেন। মাফিনকে পেতে অনেকে লাখ টাকাও দাম হাঁকছেন বলে জানা গেছে।
রাজশাহী মহানগর পশুসম্পদ কার্যালয়ের চিকিৎসক ফজলে রাব্বী গরুটি দেখতে এসেছিলেন। তিনি গরুটির স্বাস্থ্য পরীক্ষা করেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি জানান, গরুটি প্রাপ্তবয়স্ক এবং শারীরিকভাবে সুস্থ। জিনগত কারণে গরুটি ছোট আকৃতির হতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে এই গরুর চেয়ে আর কোনো ছোট গরু আছে কিনা, সেটি তিনি নিশ্চিত করতে পারেননি।