আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫২
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭৫ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৫৫২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮ হাজার ৭৯০ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।
শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২ মে বাংলাদেশের স্বাস্থ্য অধদপ্তর প্রতিষ্ঠা হয়। করোনা মোকাবেলায় স্বএস্থ্য অধিদপ্তর কাজ করবে এবং প্রতিহত করতে সফল হবে এই আশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সারা দেশে মোট ৩১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ৮ হাজার ৭৯০জন।
- এ পর্যন্ত সুস্থ হয়েছেন: ১৭৭ জন।
- মারা গেছেন: ১৭৫ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৪ লাখ ২ হাজার ১৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৮৩ হাজার ৯০১ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৩৯ হাজার ৬২২ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৬৫ হাজার ৭৭৬ জন।
- ইতালি: ২৮ হাজার ২৩৬ জন।
- যুক্তরাজ্য: ২৭ হাজার ৫১০ জন।
- স্পেন: ২৪ হাজার ৮২৪ জন।
- ফ্রান্স: ২৪ হাজার ৫৯৪ জন।
- বেলজিয়াম: ৭ হাজার ৭০৩ জন।
- জার্মানি: ৬ হাজার ৭৩৬ জন।
- ইরান: ৬ হাজার ৯১ জন।
- ব্রাজিল: ৬ হাজার ৪১২ জন।
- নেদারল্যান্ড: ৪ হাজার ৮৯৩ জন।