আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
পাবনার কাজিরহাট নৌরুটের ফেরিঘাট পন্টুনে মালবাহী ট্রাক বিকল হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল। এতে করে বিপাকে রয়েছে উভয় ফেরিঘাট এলাকায় নৌরুট পারের অপেক্ষায় থাকা তিন শতাধিক যানবাহন চালক ও শ্রমিকেরা।
শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন বা বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি।
এ সময় তিনি বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে ছোট বড় মিলে মোট তিনটি ফেরি রয়েছে। এর মধ্যে একটি ফেরি যান্ত্রিক ত্রুটিজনিত কারণে মেরামত কারখানায় রয়েছে। বাকী দুইটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক ছিল।
তবে শুক্রবার সকালে পাবনার কাজিরহাট ফেরিঘাট পন্টুনের উপর একটি ট্রাক সামনের এক্সেল ভেঙে পড়ে যায়। বিকল ট্রাকটি কোনভাবেই পন্টুন থেকে সরানো যায়নি। যে কারণে ওই পন্টুন দিয়ে লোড-আনলোড বন্ধ রয়েছে। বিকল্প কোন পন্টুন না থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, দীর্ঘ সময় থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় নৌরুট এলাকা মিলে তিন শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে।
লঞ্চ এবং স্পীড বোটে সাধারণ যাত্রীরা নৌরুট পার হতে পারলেও বিপাকে পড়েছে ব্যক্তিগত ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাক চালকেরা। খুব দ্রুত সময়ের মধ্যে কাজিরহাট এলাকার পন্টুনে বিকল হয়ে যাওয়া ট্রাকটি মেরামতের জন্য তাগিদ দেওয়া হয়েছে।
বিকল হওয়া ট্রাকটির মেরামত সম্পন্ন হলে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু করবে বলে মন্তব্য করেন জিল্লুর রহমান।