ইউপি নির্বাচন: নৌকার প্রার্থীকে পেটালেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা
সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী ইউনিয়নের নৌকা প্রতীক ও মোটর সাইকেল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়নের খলিলনগর সরকারি প্রার্থমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নৌকার প্রার্থী আসাদুজ্জামান অসলেসহ পাঁচজন আহত হয়েছে।
এছাড়া বৈকারী ইউনিয়নের কাথন্ডা জলিল মেম্বারের বাড়ির সামনে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
মেম্বার প্রার্থী আব্দুল জলিলের ভাই ইমরান হোসেন জানান, প্রতিপক্ষ ফুটবল প্রার্থী মহসিনের কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে। এতে পাঁচজন আহত হয়েছে। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খলিলনগর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান অসলে তার কর্মী সমর্থক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফার কর্মী সমর্থকের উপর হামলা চালায়। পাল্টা আক্রমণে মোস্তফার কর্মী সমর্থকদের হাতে নৌকার প্রার্থী আসাদুজ্জামান অসলেসহ পাঁচজন আহত হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মুশফিকুর রহমান জানান, বৈকারী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে মারামারির ঘটনায় এ পর্যন্ত ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।