ইউরোপ থেকে আসা যাত্রীদের ফেরত পাঠানো হবে
ইউরোপ থেকে আসা সকল যাত্রীকে তারা যে দেশ থেকে এসেছেন সেখানেই ফেরত পাঠাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশের প্রধান বিমানবন্দরটির পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ইউরোপের সকল বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে 'নোটাম' নোটিশ পাঠাব। এতে তারা সতর্ক হবেন এবং কোন ট্রানজিট রূট ব্যবহার করে যাতে কেউ বাংলাদেশে না আসতে পারে; সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে পারবেন।
'এর পাশাপাশি আমাদের ইমিগ্রেশন কর্মকর্তারাও যাত্রীদের যাত্রাপথের সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করে দেখবেন। এসব পরীক্ষায় যারা ইউরোপ থেকে আসছেন বলে প্রমাণিত হবে; তাদের সবাইকে যে ফ্লাইটে তারা এসেছেন সেটাতেই ফেরত পাঠানো হবে।'
এসময় তিনি আরও জানান, আজ সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে ৪৪ জন যাত্রী এসেছেন। এদের মাঝে ৩৪ জন চীনা এবং বাকি ১০ জন বাংলাদেশি। তবে তাদের সকলের কাছেই করোনা ভাইরাস নেই এমন স্বাস্থ্য সনদপত্র ছিল।
'বিমানবন্দরে করা পরীক্ষাতেও তাদের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এরপরও এদের সকলকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়' বলে জানান বিমানবন্দর পরিচালক।
এর আগে গত ১৪ মার্চ সরকার যুক্তরাজ্যব্যতীত ইউরোপের অন্য সকল দেশ থেকে আগত যাত্রীদের 'অন অ্যারাইভ্যাল ভিসা' আগামী দুই সপ্তাহের জন্য বাতিল করে। এসময় পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন এসব দেশ থেকে আসা সকল ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন।