ঢাকা বিমানবন্দরে বিরল প্রজাতির ৩০৫টি কচ্ছপ উদ্ধার, চোরাচালানের অভিযোগে আটক ১

তার কাছ থেকে ২৮৫টি লাল কানের স্লাইডার প্রজাতির বাচ্চা কচ্ছপ এবং ২০টি আমেরিকান স্ন্যাপিং কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোর মোট ওজন প্রায় ছয় কেজি।