ইতালি থেকে ফিরলেন আরও দেড় শতাধিক বাংলাদেশি
এবার ইতালি থেকে ফিরেছেন আরও ১৫৫ জন বাংলাদেশি। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার সকালে তাদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, শনিবার সকালে ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৪২ জন। সকালে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নামার পর তাদের হজ ক্যাম্পে নেওয়া হয়। পরে তাদের বাড়িতে পাঠানো হয়।
এর আগে শনিবার রাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইতালি থেকে কাতার হয়ে দেশে ফিরেন আরও ৫৮ বাংলাদেশি।
ঢাকায় নামার পর এদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টিনে থাকবেন তারা।