ইভিএম ছিনতাই সম্ভব নয়: ইসি কবিতা খানম
নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম বলেছেন, ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ছিনতাইয়ের সুযোগ নেই।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে কবিতা খানম বলেন, শুধু চিঠি দিলে হবে না, এলাকা পরিদর্শন করতে হবে।
কবিতা খানম বলেন, 'দায়িত্ব পালনকালে নিরপেক্ষ থাকবেন। কারণ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সবাই কমিশনকে দোষারোপ করবে।'
সভায় ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরে আলম মিনা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুর পর চট্টগ্রাম-৮ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। আগামী ১৩ জানুয়ারি সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।