ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ধানমন্ডি জোন) সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রাহকের দায়ের করা মামলায় তদন্তের দায়িত্বে থাকা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাছে এই রিমান্ড আবেদন করেন।
তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রীকে হাজির করেছে গুলশান থানা পুলিশ।
এর আগে, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গুলশান থানায় গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় র্যাবের এক অভিযানের পর মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডি থানায় একজন মার্চেন্টের করা অর্থ আত্মসাতের মামলায় মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরীনকে গ্রেপ্তার দেখায় ধানমন্ডি থানা পুলিশ।
গুলশান থানার মামলায় আবারো রিমান্ড না চাইলে, ধানমন্ডি থানা পুলিশ দুইজনকে রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করবে বলে জানিয়েছিলেন ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইহসানুল ফেরদৌস।