এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে রেল কর্মী আটক
রেলওয়ে পূর্বাঞ্চলের হিসাব বিভাগ থেকে কর্মীদের বেতনের এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফয়সাল মাহবুব নামে এক জুনিয়র অডিটরকে আটক করেছে রেল কর্তৃপক্ষ।
শনিবার (৮ মে) রাতে অর্থ আত্মসাতের ঘটনায় পূর্বাঞ্চল রেলের পাহাড়তলী হিসাব শাখার জুনিয়র অডিটর ফয়সাল মাহবুবকে (৩৫) গ্রেপ্তার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
রেলওয়ে সূত্র জানায়, সুনির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে রেলওয়ের হিসাব সংরক্ষিত হয়। শুক্রবার দেখা যায়, রেলওয়ের হিসেবে কয়েক কোটি টাকা কম দেখা যাচ্ছে। এরপর প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন টিবিএসকে বলেন, 'কত টাকা আত্মসাৎ করেছে এখন তার হিসাব চলছে। তবে এক কোটি টাকার বেশি টাকা আত্মসাৎ করেছে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পেরেছি। মাহবুব বর্তমানে রেলওয়ের নিরাপত্তা হেফাজতে আছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় রবিবার দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে'।
আরএনবি প্রধান জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, 'এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ভুয়া একাউন্ট খুলে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে এক কোটি টাকা সরানোর কথা স্বীকার করেছে। আমরা তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি'।
রেল সূত্র জানায়, ২০১২ সালে জুনিয়র হিসাব কর্মকর্তা হিসেবে পাহাড়তলী অর্থ ও হিসাব শাখায় যোগদান করেন ফয়সাল মাহমুদ। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত রেল পূর্বাঞ্চলের কর্মকর্তাদের বেতন-ভাতার টাকা নির্ধারিত একাউন্টের বদলে নিজের একাউন্ট নাম্বারে বসিয়ে টাকা আত্মসাৎ করে সে।