এবার করোনার ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন পেল এসকেএফ
বেক্সিমকোর পর করোনায় মুখে খাওয়ার ওষুধ 'মলনুপিরাভির' এর উৎপাদন ও বাজারজাতকরণের জরুরি অনুমোদন পেয়েছে দেশের আরেক ওষুধ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।
তিনি বলেন, "ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বেক্সিমকো মলনুপিরাভির জরুরি বাজারজাতের জন্য অনুমোদন পেয়েছে। আজ এসকেএফ ফার্মাকেও এ অনুমোদন দেওয়া হয়েছে।"
বাজারে এসকেএফ ফার্মার উৎপাদিত ওষুধটির জেনেরিক সংস্করণের নাম দেওয়া হয়েছে 'মনুভির'।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনুমোদনের তালিকায় আছে আরও আটটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সেগুলো হলো- স্কয়ার, জেনারেল, বিকন, রেনেটা, ইনসেপটা, একমি, হেলথ কেয়ার ও পপুলার ফার্মাসিউটিক্যালস।
মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, "এগুলো অবশ্যই টিকার বিকল্প নয়। টিকা নিতে হবে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিভাইরাল ট্যাবলেট খেতে হবে।"
ওষুধের ব্যবহারবিধি প্রসঙ্গে তিনি বলেন, "মুখে খাওয়ার এই ওষুধ পাঁচ দিনের ডোজ। সকালে চারটা ট্যাবলেট আর রাতে চারটা ট্যাবলেট। পাঁচ দিনে মোট চল্লিশটা ট্যাবলেট খেতে হবে। প্রতিটি ক্যাপসুলের দাম ধরা হয়েছে ৫০ টাকা।"
সব মঙ্গলবার দুপুরে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, প্রতিটি ক্যাপসুল ৭০ টাকা দরে বিক্রি করবেন তারা।