এলএসডি মাদক-সহ নর্থ সাউথের ২ ও ইন্ডিপেন্ডেন্টের ১ ছাত্র গ্রেপ্তার
পুলিশ গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীতে অভিযান চালিয়ে হ্যালুসিনোজেনিক মাদক এলএসডি-সহ নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) দুজন এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) একজন ছাত্রকে গ্রেপ্তার করেছে।
দেশে এই প্রথম এই এ মাদক জব্দ করা হলো বলে দাবি পুলিশের।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাদমান সাকিব রুপল (২৫) এবং আশাব ওয়াদুদ তুর্য (২২) এনএসইউর ছাত্র। অন্যদিকে, আদিব আশরাফ (২৩) পড়েন আইইউবিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যু ঘটনার এক তদন্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) রমনা ডিভিশন এক গাড়ি চালকের তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এলএসডি-সহ ওই তিন ছাত্রকে গ্রেপ্তার করে।
টিম নামে এক লোকের কাছ হতে নেদারল্যান্ড থেকে ডাক যোগাযোগে তারা ওই মাদক এনে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে বিক্রি করতেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ।