ওএমএস এর চাল বিক্রির সময় ডিলারসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ওএমএস এর চাল বিক্রির দায়ে ডিলারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০ টায় ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজারে এই ঘটনা ঘটে।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম বলেন, আজাদী বাজারে ওএমএস এর ডিলার সরওয়ার জাহান বাবুল স্থানীয় রিকশা চালক কবির আহমদের কাছে ৩০ কেজি ওজনের চার বস্তা চাল বিক্রি করছে এমন খবর পেয়ে ওই ডিলারের কাছে যাই। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসিকে জানাই। পরে তারা এসে ডিলার সরওয়ার জাহান বাবুল, কর্মচারী খোকন এবং চালের ক্রেতা কবির আহমদকে গ্রেপ্তার করে। প্রশাসন গুদাম সিলগালা করে দিয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, বর্তমানে ওএমএস এর চাল বিক্রি বন্ধ রয়েছে। এরপরও ডিলার সরওয়ার জাহান বাবুল গুদাম থেকে চার বস্তা চাল বিক্রি করে। আমরা ডিলারসহ তিন জনকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে ফটিকছড়ি থানায় মামলা করা হবে।