ওসি প্রদীপের অবৈধ সম্পদের ব্যাপারে দুদকের তদন্ত আবার শুরু
টেকনাফ থাকার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি করনের অবৈধ সম্পদের ব্যাপারে তদন্ত আবারও শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক চট্টগ্রাম ইউনিট-২-এর উপ পরিচালক মাহাবুবুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করে বলেন, যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন তিনি জমা দেবেন।
বছর খানেক আগে দুদক ওই তদন্ত শুরু করেছিল। তবে এর অগ্রগতি থমকে ছিল এতদিন।
সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার মামলায় প্রদীপ কুমার দাশ গ্রেপ্তার হলে ওই তদন্ত আবার গতিশীল করে দুদক।