'ও' লেভেল পরীক্ষা শুরু সোমবার
সোমবার থেকে শুরু হবে 'ও' লেভেল পরীক্ষা। এর তিনদিন পর 'এ' লেভেল পরীক্ষাও শুরু হবে।
করোনাভাইরাস বাস্তবতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে পরীক্ষাগুলো নেবে ব্রিটিশ কাউন্সিল।
'এ' লেভেল ও 'ও' লেভেল পরীক্ষা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিদিন ৩৫টি ভেনুতে, পরস্পর ন্যূনতম ৬ ফুট দূরত্ব রেখে ১ হাজার ৮০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন।
তবে কোনো শিক্ষার্থী কোভিড-১৯ আক্রান্ত হলে তার দায়ভার ব্রিটিশ কাউন্সিলকে নিতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, মহামারির কারণে এ বছরের 'এ' লেভেল এবং 'ও' লেভেল পরীক্ষা স্থগিত রাখার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ছয় মাস ধরে ক্লাস না হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পেরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ২৭ সেপ্টেম্বর 'এ' লেভেল পরীক্ষার্থী তামান্না তাবাসসুম কবির এই রিট দায়ের করেন।
এর আগে, ২৩ অক্টোবর ব্রিটিশ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, এ বছরের অক্টোবর-নভেম্বর (২০২০) সেশনের ইন্টারন্যাশনাল জিসিএসই, আইজিসিএসই, 'ও' লেভেল এবং 'এ' লেভেল পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলেও জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।
- সূত্র: ইউএনবি