কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত
কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ সময় দুটি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোঃ ইসহাক (৩২) টেকনাফের সাবরাংয়ের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সঙ্গে কাজ করতেন বলে জানিয়েছে র্যাব।
আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, শুক্রবার ভোর রাতের দিকে টেকনাফের খন্দকার পাড়ায় ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
'এ সময় ডাকাত দল র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ইসহাকের গুলিবিদ্ধ শরীর ও অস্ত্র উদ্ধার করা হয়।'
এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা।