করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত জি-র্যাপিড ডট ব্লট কিটের মাধ্যমে নমুনা পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার নমুনা পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।
এ তথ্য ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে বলেন, 'গতকাল (রোববার) আমার জ্বর এসেছিল। এ কারণে আমাদের উদ্ভাবিত জি-র্যাপিড ডট ব্লট কিটের মাধ্যমে আমার অ্যান্টিজেন পরীক্ষা করি। তাতে রেজাল্ট পজিটিভ এসেছে।'
তিনি আরও বলেন, 'আমার শরীর এখন ভালো। হোম আইসোলেশনে আছি। মঙ্গলবার নয়তো বুধবার পিসিআর মেশিনে আমার আরেকটি টেস্ট করাব।'