করোনার কারণে কারওয়ান বাজারে খুচরা বিক্রি বন্ধ
রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে খুচরা বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময় ধরে চলবে পাইকারি বিক্রি কার্যক্রম।
তেজগাঁও থানার ওসি (অপারেশন) আবুল হাসনাত খন্দকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ব্যবসায়ীদের মধ্যে কয়েকজন কারণে আক্রান্ত হয়েছেন। এই কারণে খুচরা কেনাবেচা মঙ্গলবার থেকে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। পাইকারি বিক্রেতারাও একটা নির্দিষ্ট সময়ের পর আর পণ্য বিক্রি করতে পারবে না।"
তবে কারওয়ান বাজারের ঠিক কতোজন ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
জানা গেছে কারণ বাজারে শাক সবজি মসলা জাতীয় পণ্য পাইকারি ও খুচরা বিক্রি হতো। ঢাকা শহরে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরও এখানে সামাজিক দূরত্ব না মেনে অনেকেই কেনাকাটা করতেন। এর মধ্যেই কয়েকজন ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেকারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সপ্তাহ খানেক আগে কারণ বাজারে দুই জন ব্যবসায়ীর দেহে কোন ভাইরাসের সংক্রমণ পাওয়ায় খুচরা কাঁচা বাজার সরিয়ে নেওয়া হয়েছে। তবে মঙ্গলবার থেকে সব ধরনের খুচরা বিক্রি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। খুচরা বিক্রেতারা এখন থেকে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বসবেন।
শাকসবজি এবং খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে বিক্রি শেষ করতে নির্দেশনা দিয়েছে পুলিশ। আর মাছ বিক্রেতা এবং আড়তদারেরা ব্যবসার জন্য ভোর ৪টা থেকে সকাল ৯টা পযর্ন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।