করোনায় আক্রান্তের পর অক্সফোর্ডের টিকায় ৪ গুণ বেশি অ্যান্টিবডি: আইইডিসিআর
বাংলাদেশে টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে ভারতের সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা দেয়া হয়। যারা এ টিকা গ্রহণ করেছেন, তাদের দেহে কোভিড-১৯ এর বিরুদ্ধে অ্যান্টিবডি বিকাশ লাভ করছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। গবেষণায় বলা হয়েছে, টিকা গ্রহণের এক মাস পর ৯২ শতাংশ টিকা গ্রহণকারীর দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে; দুই মাস পর অ্যান্টিবডি তৈরি হয়েছে ৯৭ শতাংশের দেহে।
বয়স নির্বিশেষে সকল টিকা গ্রহণকারীর দেহেই কোভিড-১৯ এর বিরুদ্ধে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।
তাছাড়া সুস্থ এবং অন্যান্য অসুস্থতা (কো-মরবিডিটি) রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে অ্যান্টিবডির উপস্থিতিতে কোনও উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।
পাশাপাশি গবেষণা বলছে, টিকা গ্রহীতাদের মধ্যে যাদের করোনায় আক্রান্তের ইতিহাস রয়েছে, তাদের দেহে চার গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।
আইইডিসিআর এবং আইসিডিডিআরবি জানিয়েছে, এ গবেষণার জন্য ৬ হাজার ৩০০ টিকা গ্রহণকারীর রক্তে টিকা গ্রহণের পর দুই বছর পর্যন্ত অ্যান্টিবডির উপস্থিতি পর্যালোচনা করা হবে।