করোনা প্রতিরোধের পদ্ধতি না মেনেই ডিএনসিসির করোনা সচেতনতা অনুষ্ঠান
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নগরবাসীকে সচেতন করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর ২৫টি স্থানে হাত ধোয়া কর্মসূচি চালু করা হয়। তবে করোনা ভাইরাস প্রতিরোধে যে কয়েকটি পরামর্শ বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার অধিকাংশই মানা হয়নি এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে।
মঙ্গলবার গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
কর্মসূচির উদ্বোধনের একটি ছবিতে দেখা যায় মেয়র আতিক এবং তার সঙ্গে উপস্থিত কারও মুখে মাস্ক নেই। এমনকি মারাত্মক এই ভাইরাসটির প্রকোপ ঠেকাতে প্রত্যেককে এক মিটার দূরত্বে থাকতে বলা হলেও অনুষ্ঠানস্থলে আগতরা সবাই বেশ কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন।
করোনা ভাইরাসের প্রতিরোধ ঠেকাতে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সব ধরনের জনসমাগম এড়িয়ে যাওয়ার পাশাপাশি নিয়মিত হাত ধোয়া এবং মাস্ক পরে বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছে।
মেয়র ও সিটি কর্পোরেশন সংশ্লিষ্টদের এমন কর্মকাণ্ডে সমালোচনা করেছেন অনেকেই। ওই অনুষ্ঠানের একটি ছবি ফেসবুকে আপলোড দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ফজলুল হালিম রানা লিখেছেন, "এ জাতির হাত ধোয়া দরকার, না মাথা ধোয়া দরকার?"
করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ইতোমধ্যেই ইতালি, স্পেন, ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও করোনা ভাইরাসকে 'বৈশ্বিক মহামারি' হিসেবে ঘোষণা করেছে।
করোনা ভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ জন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মারাত্মক এ ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার বিকেলে সত্তোরোর্ধ্ব এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার বিকেল পর্যন্ত সারা বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৫৬৭ জন। মাস দুয়েক আগে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত ৮ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে।