করোনা ভাইরাস: থানায় প্রবেশ করতে হলে হাত ধুতে হবে
পুলিশ সদস্য ও থানায় আগত সেবাপ্রার্থীদের এখন থেকে থানায় প্রবেশের আগে ভালভাবে হাত ধুতে হবে। করোনাভাইরাস নিয়ে সারা দেশে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তার বিপরীতে সচেতনতা তৈরি করতে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে জেলার আট থানা কর্তৃপক্ষ পুলিশ সুপারের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করে।
পাটকেলঘাটা থানার প্রবেশ মুখে গিয়ে দেখা যায়, ড্রামে পানি ভর্তি করে সেখানে সাবান ও হ্যান্ডওয়াশ রাখা হয়েছে। জেলার অন্য থানার সামনের চিত্রও অভিন্ন।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, এখন থেকে তার থানায় প্রবেশ করার আগে সকলকে হাত পরিষ্কার করে ধুতে হবে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জনগণকে সচেতন করার জন্য জেলাব্যাপী সকল থানা ও পুলিশ লাইনন্সে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।