কুমিল্লার মণ্ডপে পাওয়া কুরআন সৌদি থেকে আনা: স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লায় পূজামণ্ডপ থেকে উদ্ধার করা গাঢ় সবুজ রঙের কুরআন শরীফটি সৌদি আরব থেকে বাংলাদেশে আনা হয়েছিল বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "হজ থেকে ফেরার সময় বহু মানুষ সৌদি আরব থেকে পবিত্র কুরআন শরীফ আনেন। সৌদি আরবে ছাপানো কুরআন শরীফের এধরনের একটি কপি নানুয়ার দীঘি এলাকার মসজিদে দান করা হয়েছিল।"
তিনি আরও বলেন, "দেশের বিভিন্ন অংশে সাম্প্রদায়িক সহিংসতার সাম্প্রতিক ঘটনার পেছনে থাকা উস্কানিদাতাদের আমরা শনাক্ত করেছি।"
"কুমিল্লার ঘটনার সঙ্গে জড়িত ৬৪ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা এখন নোয়াখালীর সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের নামও জানি," বলেন তিনি।
এর আগে, গর ১৩ অক্টোবর কুমিল্লা সদর পুলিশ থানার অধীনে নানুয়ার দীঘি পূজা মণ্ডপে পবিত্র কুরআন শরীফ উদ্ধার হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মান্ধ একটি গোষ্ঠী বিভিন্ন মণ্ডপে ভাঙচুর ও হামলা চালায়।
দেশের অন্যান্য জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অন্তত সাত জন নিহত হন।