কুয়েতে পাপুলের সাজা বেড়ে সাত বছর
কুয়েতে দণ্ডিত বাংলাদেশের সাবেক সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদণ্ড চার বছর থেকে বেড়ে সাত বছর হয়েছে।
আজ সোমবার কুয়েতের একটি আপিল আদালত তার কারাদণ্ডাদেশ তিন বছর বাড়িয়েছেন বলে আল-ক্বাবাস নামে দেশটির একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, দণ্ডাদেশ বৃদ্ধি ছাড়াও তাকে ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে মানব পাচারের দায়ে কুয়েতের একটি আদালত বাংলাদেশি সাবেক আইন প্রণেতা কাজী পাপুলকে চার বছরের কারাদণ্ড দেয় চলতি বছরের ২৮ জানুয়ারি।
গড় ২২ ফেব্রুয়ারি কুয়েতের আদালতে দণ্ড ঘোষণার পর নৈতিক স্খলনের দায়ে পাপুলের জাতীয় সংসদ সদস্য পদ বাতিল করে সংসদ সচিবালয়।
- আরও পড়ুন: এমপি পাপুলের উত্থান ও পতনের গল্প