কোভিডের আরও কয়েক লাখ টিকা আসার সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী
টিকা নিয়ে সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১২ জুলাই) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিভিন্ন দেশ এবং কোভ্যাক্স থেকে আরও লাখ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়ার কথা নিশ্চিত করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ শীঘ্রই মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকা পেতে যাচ্ছে।
কোভ্যাক্সের মাধ্যমে আরও তিন মিলিয়ন ডোজ মডার্নার ভ্যাকসিন আসার কথা জানান তিনি। জেনেভা মিশন ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে আড়াই মিলিয়ন মডার্নার ভ্যাকসিন আসার কথাও তিনি উল্লেখ করেন।
এছাড়া, কোভ্যাক্সের মাধ্যমে জাপানিরা অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন পাঠাতে চলেছে। ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন দেওয়া হবে।
১৫ তারিখ চীনা পররাষ্ট্র মন্ত্রী্র সাথে তাসখন্দে সাক্ষাৎ করতে চলেছেন পররাষ্ট্রমন্ত্রী। চীনা সরকার উপহার হিসেবে আরও এক মিলিয়ন সিনোফার্ম পাঠাবে বলেও জানান তিনি।
এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন থেকে দশ লাখ ডোজ ভ্যাকসিন এবং কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ বিশ হাজার ভ্যাকসিন আগস্টে আসতে চলেছে বলে তিনি উল্লেখ করেন।