কোভিডে প্রাণ হারালেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম
কোভিড-১৯ এ গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন সাবেক সংসদ সদস্য এবং পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম।
বৃহস্পতিবার রাত ১ টা ২০ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এম এ হাশেমের ছেলে শওকত আজিজ রাসেল বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে গত ১০ ডিসেম্বর পর্যন্ত নিজ বাড়িতেই চিকিৎসা সেবা নেন হাশেম। তারপরের দিন তাকে এভারগ্রিন হাসপাতালে নেওয়া হয়।
গত ১৬ ডিসেম্বর দেখা দেয় হাশেমের স্বাস্থ্যে গুরুতর অবনতি। এসময় নাকের মধ্য দিয়ে নলের সাহায্যে তাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়।