কোভিড পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না: দীপু মনি
শিক্ষার্থী ও শিক্ষকদের স্বার্থে কোভিড পরিস্থিতি অনুকূলে না আসলে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
যদিও সরকার সেপ্টেম্বর মাসে স্কুল কলেজ খুলে দেওয়ার চিন্তা করছে, অটো পাসের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি। কোভিড পরিস্থিতি অনুকূলে এলে নভেম্বর-ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয় সময় টিভির প্রতিবেদনে।
এর আগে, গত শুক্রবার দীপু মনি জানান, প্রায় সব সরকারি শিক্ষকদের কোভিডের টিকা দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ২.৭৮ লাখের বেশি শিক্ষার্থী ও কর্মচারীদেরও টিকা দেওয়া হয়েছে।
পাশাপাশি, ৩৪ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষকের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। আর এক সপ্তাহের মধ্যেই বাকি শিক্ষকদেরও টিকা দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, প্রায় ৮০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী টিকার প্রথম ডোজ নিয়েছে, দ্বিতীয় ডোজ নিয়েছে ৬,০৭২ জন।
শিক্ষা মন্ত্রণালয়য়ের তথ্যমতে, আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা চলছে। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে এ দুটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। আগামী মাসে স্কুল-কলেজ খুলে দেওয়া হলে, পরীক্ষা শুরুর আগে তিন মাস সরাসরি ক্লাস করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
গত বছরের ১৭ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপর একাধিকবার সে বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।