কোভিড-১৯ ভ্যাকসিনে ৪২৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া
কোভিড প্রতিরোধী জাতীয় টিকাদানের অষ্টম দিন (রবিবার) পর্যন্ত মোট ৯,০৬,০৩৩ জনকে টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত ৪২৬ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
গত ২৪ ঘণ্টায় টিকা গ্রহণ করেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন যাদের ভেতরে মাত্র ৩২ জনের মৃদু উপসর্গ দেখা যায়।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এসব তথ্য জানান।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী প্রথম পর্যায়ের গণ-টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম মাসেই ৩৫ লাখ নাগরিককে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।