কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আগ্রহী দেশের ৬৪ শতাংশ নাগরিক: ফেসবুকের যৌথ সমীক্ষা
বাংলাদেশের ৬৪ শতাংশ নাগরিক এখন কোভিড-১৯ টিকা নিতে ইচ্ছুক। সামাজিক মাধ্যম ফেসবুক ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড- এর যৌথভাবে পরিচালিত এক জরিপের ফলাফলে এ চিত্র উঠে আসে।
এনিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুকের তরফ থেকে বলা হয়, নতুন এই সমীক্ষার মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে, যা কোভিড-১৯ প্রতিরোধের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সমীক্ষা অনুসারে, এতে অংশ নেওয়া ৬৪ শতাংশ বাংলাদেশি নাগরিক কোভিড টিকাগ্রহণের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
তবে বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে রয়েছে জনমতের ভিন্নতা। যেমন; প্রতিবেশী ভারতে মাত্র ৭২ শতাংশ নাগরিক টিকাগ্রহণে ইচ্ছুক, সেই তুলনায় টিকা নিতে চান ভিয়েতনামের ৮৬ শতাংশ নাগরিক।
জনকল্যাণের জন্যে তথ্য প্রকল্পের আওতায়, প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছে ফেসবুক। এর মাধ্যমে নির্দিষ্ট কোনো দেশের নির্বাচিত জনগোষ্ঠীকে ফেসবুকের মাধ্যমে তাদের মতামত তুলে ধরার আমন্ত্রণ জানানো হয়।
এপর্যন্ত তাতে বিশ্বব্যাপী অংশ নিয়েছেন ২০০ দেশ ও অঞ্চলের ৩৯ মিলিয়ন মানুষ। কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেই অনুসারে পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এরফলে জনস্বাস্থ্য খাতের গবেষকরা উল্লেখযোগ্য মাত্রার সহায়তা পাচ্ছেন।
ফেসবুকের সহযোগী শিক্ষা খাতের প্রতিষ্ঠানগুলো এ জরিপটি চালায়, এবং এতে দেওয়া অংশগ্রহণকারীর তথ্য ফেসবুক সংগ্রহ করেনি।
এছাড়াও, বিশ্বব্যাপী টিকাদানের উদ্যোগ জোরদারে বেশকিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক।
এজন্যে তারা জাতিসংঘ ও নানা দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১২ কোটি ডলার সমমুল্যের বিজ্ঞাপনী সক্ষমতা দিচ্ছে।