খানা খন্দে ভরা সড়ক চলাচলের উপযোগী করল পুলিশ
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা। খানা খন্দে ভরা সড়কে বৃষ্টির সময় পানিতে পূর্ণ হয়ে দূর্ভোগ পৌঁছেছে চরমে। সে সব খানা খন্দে ইট দিয়ে চলাচল উপযোগী করে দিল থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টায় পাটকেলঘাটা বাজারের পাঁচটি পয়েন্টে ইট দিয়ে সড়কে চলাচল স্বাভাবিক করেছে পুলিশ সদস্যরা।
পাটকেলঘাটার বাজারের ব্যবসায়ী আবদুল মতিন জানান, সাতক্ষীরা জেলার মধ্যে পাটকেলঘাটা বাজারটি বাণিজ্যিক একটি বাজার হিসেবে পরিচিত। তবে বাজারের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা। খানা খন্দে ভরা। বৃষ্টির সময় গর্তে পড়েন পথচারীরা। তবে জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগ এসব দেখে না। আজ থানার পুলিশ সড়কে ইট দিয়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছে।
সড়কে ইট ফেলার কাজে অংশ নেয় থানার পুলিশ সদস্যরা। সেবামূলক কাজ হিসেবে ধরে নিয়ে এ উদ্যোগ নিয়েছে থানা পুলিশ।
এ কাজে অংশ নেওয়া পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক (এস আই) শাহাদাত হোসেন বলেন, থানার সকল ফোর্স উৎসাহের সঙ্গে কাজটি করেছেন। কোনো ধন্যবাদ পাওয়ার আশায় কাজটি করা হয়নি।
ব্যক্তিগত অর্থায়ন ও থানা পুলিশের সহায়তায় সড়কে ইট দিয়ে জন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ।
তিনি বলেন, ''মনের তাড়না থেকে কাজটি করার উদ্যোগ নিয়েছি। আমি মনে করি, যেখানে চাকরি করি সেটাই আমার বাড়ি। আমার বাড়ির মানুষরা কষ্ট পাবে আর আমি বসে থাকতে পারি না। সেজন্য উদ্যোগ নিয়েই সড়কে ইট দিয়েছি।''