খালেদার শারীরিক অবস্থার সর্বশেষ প্রতিবেদন সুপ্রিম কোর্টে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে পৌঁছানো হয়েছে। বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন কর্মকর্তা এ প্রতিবেদন পৌঁছে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। এ প্রতিবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে।
মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী আপিল বিভাগ গত ডিসেম্বরে খালেদা জিয়াকে 'অ্যাডভান্স ট্রিটমেন্ট' দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু ওই চিকিৎসা গ্রহণ করতে খালেদা জিয়া রাজি হননি বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে আসা প্রতিবেদনে বলা হয়েছে। এ তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান।
তবে খালেদার আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, বিএসএমএমইউ'র দেওয়া প্রতিবেদন সন্তোষজনক না হলে, খালেদা জিয়াকে স্বশরীরে হাইকোর্টে হাজিরের আবেদন জানানো হবে।
গত ২৩ ফেব্রুয়ারি খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বৃহস্পতিবার এই প্রতিবেদনের ওপর শুনানি হবে।