খালেদা জিয়াকে মুক্ত করতে নেতা কর্মীদের রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য নেতা কর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
"আসুন আমরা সবাই মিলে দেশ নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে গণতন্ত্রকে মুক্ত করি," বলেন তিনি। শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল এ সমাবেশ করছে।
মির্জা ফখরুল বলেন, "কৃষক দলের নেতৃবৃন্দকে বলতে চাই আপনার ছড়িয়ে পড়েন পুরো বাংলাদেশে । বাংলাদেশের সব কৃষক-কৃষানীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসুন । তারা তাদের নেত্রীর জন্য, বাংলাদেশের অস্তিত্বর জন্য সবাই আসুক রাজপথে। আমরা সবাই মিলে দেশ নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাই, গণতন্ত্রকে মুক্ত করি।"
"আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৮ হাজার মাইল দুরে থেকে অত্যন্ত সফলতার সঙ্গে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আপনারা একবার ভাবেন তার মা খালেদা জিয়া এখনে প্রতিমুহূর্তে মৃত্যুর সঙ্গে লডাই করছেন। আমাদের দায়িত্ব অনেক বেশি ,আমাদের জেগে উঠতে হবে," যোগ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, "এই দুঃশাসনকে পরাজিত করে সত্যিকার অর্থে ন্যয় , সত্য , সুন্দর গণতান্ত্রীক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দেশ নেত্রীকে মুক্ত করে তাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের তারেক রহমান কে ফিরিয়ে আনতে হবে।"