খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও ৬ মাস
আগের সব শর্ত বহাল রেখে চতুর্থ বারের মতো বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের করা আবেদনের প্রেক্ষিতে আগের সকল শর্ত বহাল রেখে চতুর্থ বারের মতো সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।'
প্রাক্তন এ প্রধানমন্ত্রী ২০২০ সালের ২৫ মার্চ থেকে কারাদণ্ড স্থগিতাদেশের সুবিধা পেয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর তৃতীয় মেয়াদের ছয় মাসের জেল স্থগিতাদেশের মেয়াদ শেষ হতে চলেছে।
তার পরিবার গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকবার সময় বাড়ানোর আবেদন করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদনের বিষয়ে মতামত নিতে তা আইন মন্ত্রণালয়ে পাঠায়। ৭ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় মেয়াদ বাড়ানোর মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়।
খালেদার পরিবার তাকেও চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতিও চেয়েছিল।
দুটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত খালেদা জিয়াকে তার বয়স এবং মানবিক বিবেচনায় করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছর একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়।
এ বছরের ১১ এপ্রিল তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। তখন বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে, ৪ মে তার কোভিড নেগেটিভ আসে। খালেদা জিয়া কোভিড এবং অন্যান্য শারীরিক জটিলতার চিকিৎসার ৫৩ দিন পরে ১৯ জুন হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান।