গত সপ্তাহে কোভিডে মৃতদের ৮৫ শতাংশই টিকা নেননি
গত সপ্তাহে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যারা মারা গেছেন, তাদের ৮৫ শতাংশেরও বেশি করোনাপ্রতিরোধী টিকা নেননি। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য প্রকাশ করেছে।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত সপ্তাহে যে ২৭ জন করোনায় মারা গেছেন, তাদের মধ্যে তিনজন টিকার দুটি ডোজই নিয়েছিলেন, একজন নিয়েছিলেন এক ডোজ; ২৩ জন কোনো টিকাই নেননি। এছাড়া বাকি ১৯ জনের ব্যাপারে তথ্য মেলে নি।
মৃতদের মধ্যে ৬৫% ডায়াবেটিসে, ৪৫% উচ্চ রক্তচাপে, ২৫% হৃদরোগে এবং ৫% ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এদিকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ২১৫ জনের দেহে।
২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮১২টি কোভিড পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ধরা পড়েছে শতকরা ১ দশমিক ২৮ জনের মধ্যে।
গত এক বছরেরও বেশি সময়জুড়ে মারাত্মক সংক্রামক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে ২৭ হাজার ৯০১ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।
মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে।
সর্বশেষ কোভিডে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চারজন এবং খুলনা বিভাগের দুজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২০৯ জন কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন; সংক্রমণ থেকে সুস্থতার হার ৯৭.৭০%।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ। চলতি সেপ্টেম্বরে রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ পেরিয়ে গেছে।