বিয়েতে যাওয়ার পথে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৭
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে রাজশাহীর গোদাগাড়ীর কাদিরপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। শনিবার দুপুর সাড়ে ১২টায় গোদাগাড়ীর কাদিরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরীর দেবিশিংপাড়ার আক্কাস আলী ও তার স্ত্রী হোসনে আরা এবং তাদের সন্তান মুশফিকা ও আদিব হাসান এবং আক্কাস আলীর শ্যালিকা আছিয়া বেগম। এছাড়া দুর্ঘটনায় নিহত হয়েছেন গাড়ির চালক মাহবুবুর রহমান। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হোসনে আরার বান্ধবী আতিয়া।
গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, নিহতরা শনিবার দুপুরে প্রাইভেটকারটিতে চড়ে রাজশাহী থেকে গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। কাদিপুর এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গোদাগাড়ী থেকে দুর্ঘটনায় আহত হয়ে মোট চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রাজশাহী পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, প্রাইভেটকারে মোট সাতজন ছিলেন। তারা গোদাগাড়ীর মহিষালবাড়ীতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।