চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৭, আহত ২১
চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় একটি বাড়িতে গ্যাস লাইনে বিস্ফোরণে দুইজন নারী ও এক শিশুসহ সাত জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২১ জন।
রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বড়ুয়া ভবনের নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
"আহতদের মধ্যে ১৫ জনকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৭ জন চিকিৎসারত অবস্থায় মারা যায়। বাকি ৮ জন বর্তমানে চিকিৎসারত আছেন", বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ থানার সহকারী সাব-ইন্সপেক্টর আলাউদ্দিন তালুকদার।
নিহতদের দু'জনের পরিচয় জানা গেছে। একজন পটিয়া মেহেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্নি বড়ুয়া (৪১) এবং অন্যজন দিনমজুর নুরুল ইসলাম (৩১)।
বিস্ফোরণে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে জানিয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডেপুটি পরিচালক জসিম উদ্দিন বলেন, "আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।"
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, এই ঘটনার পেছনে কোন নাশকতামূলক কর্মকাণ্ড জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হবে।