চট্টগ্রামে পাহাড় কাটায় ক্ষুব্ধ পরিবেশমন্ত্রী
পাহাড় কেটে সড়ক নির্মাণের ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিরুদ্ধে নকশা লঙ্ঘনের অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে পাহাড় কেটে নির্মিত চট্টগ্রাম নগরীর বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক পরিদর্শন করেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, “যেভাবে পাহাড় কাটা হয়েছে, জরিমানা করে এর ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়।”
সম্প্রতি পাহাড় কেটে সড়ক নির্মাণের অপরাধে সিডিএকে ১০ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
এর আগে পরিবেশমন্ত্রী নগরীর বাটালি পাহাড় এবং মতিঝর্ণা এলাকায় পাহাড় কেটে গড়ে তোলা বসতি পরিদর্শন করেন। এরপর বায়েজিদে পাহাড় কেটে নির্মিত সড়ক পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শাহাবউদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম এসে পাহাড় কাটার বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। রাস্তাটি পরিকল্পনা অনুযায়ী করলে যানমালের কোনো ক্ষতি হতো না। পাহাড়ে স্লোপ রাখার প্রয়োজন আছে বলেই নকশাতে তা রাখা হয়েছে। কিন্তু পাহাড় কাটার সময় কোনো ধরণের স্লোপ রাখা হয়নি। যেভাবে পাহাড় কাটা হয়েছে তা দুঃখজনক। এটা বন্ধ করতে হবে। এজন্য জনসচেতনতা দরকার। পাহাড় কাটলে কি পরিমাণ পরিবেশের ক্ষতি হবে তা মিডিয়াকে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, সিডিএ সড়ক করার ক্ষেত্রে নকশা অনুযায়ী কাজ করেনি। জরিমানা করে পাহাড় কাটার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়। এনিয়ে আরো কি করা যায় তা আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিবো।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহম্মদ, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসেন।