চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্প দিয়ে যান চলাচল শুরু
চট্টগ্রামের বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে ফ্লাইওভারের এই প্রান্ত দিয়ে যান চলাচল শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিদর্শক দল র্যাম্পটি পরিদর্শন করে পিলারে ফাটল না পেয়ে কালুরঘাটমুখী র্যাম্প দিয়ে গাড়ি চলাচলের সিদ্ধান্তের কথা জানান।
চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন, হালকা ও মাঝারি যানবাহন চলাচলের জন্য র্যাম্পটি খুলে দেওয়া হয়েছে। তবে ফ্লাইওভারের এই র্যাম্প দিয়ে আট ফুটের বেশি উচ্চতার যানবাহন চলাচল করতে পারবে না।
চসিক পরিদর্শক দলের সদস্য ও সওজ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান টিবিএসকে বলেন, 'যেটিকে খালি চোখে দেখতে ফাটলের মতো মনে হচ্ছে, সেটি আসলে ফাটল নয়। আমরা ওপরে উঠে পরীক্ষা করে দেখেছি।'
এর আগে ২৭ অক্টোবর নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যাক্স ইন্টারন্যাশনাল এবং পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং এন্ড কনসাইনমেন্ট-এর (ডিপিএম) কর্মকর্তারা বহদ্দারহাট ফ্লাইওভার পরিদর্শন করেও বিষয়টি 'আন-ফিনিশিং জয়েন্ট' বলে মতামত দিয়েছিলেন।
২৫ অক্টোবর রাতে ফ্লাইওভারে ফাটল দেখা দিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়। এরপর চান্দগাঁও থানার পুলিশ আরাকান সড়কমুখী যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
পরদিন পরিদর্শনে গিয়ে সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী নির্মাণ ত্রুটির কারণে এম এ মান্নান ফ্লাইওভারের র্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেন।