চট্টগ্রামে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রামে শতভাগ বেতনের দাবিতে বিক্ষোভ করেছে আলফা ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। রোববার ৬০ শতাংশ বেতন দেওয়ার কথা শুনে বিক্ষোভ করে শ্রমিকরা।
পরে শিল্প পুলিশ এসে মালিক পক্ষের সঙ্গে কথা বলে কাজে যাওয়ার অনুরোধ জানায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজে যোগ দেয়।
এ প্রসঙ্গে শিল্প পুলিশের পরিদর্শক মো. আনিস বলেন, শ্রমিকরা এপ্রিল মাসের শতভাগ বেতনের দাবিতে বিক্ষোভ করে। ৬০ শতাংশ বেতন দেওয়া হবে শুনে বিক্ষোভ করে শ্রমিকরা। আমরা ঘটনাস্থলে এসে তাদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানাই। পাশাপাশি এ বিষয়ে মালিক পক্ষের সঙ্গে বৈঠকও করছি।