চট্টগ্রামে মণ্ডপে হামলা: ভিপি নুরের দলের নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/22/chbi-1.jpg)
সাধারণ মুসল্লিদের সংঘবদ্ধ করে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলের পূজা মণ্ডপে হামলা চালানো হয় বলে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন হাবিবুল্লাহ মিজান নামে গ্রেপ্তার হওয়া একজন আসামি।
তিনি ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বধীন চট্টগ্রাম বন্দর থানার ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ও বর্তমান যুব অধিকার পরিষদের সদস্য।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তিনি এ জবানবন্দি দেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।
ওসি নেজাম উদ্দিন বলেন, গত ১৬ অক্টোবর জেএমসেন হল পূজামণ্ডপে হামলার চেষ্টার ঘটনায় এ পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত শুক্রবার (২২ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত ৭ জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
"রিমান্ডে থাকা ৭ জনকে শনিবার আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে হাবিবুল্লাহ মিজান নামে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।"
আরও পড়ুন: চট্টগ্রামে মণ্ডপে হামলা: ডাকসুর সাবেক ভিপি নুরের দলের কর্মীসহ ১০ জন গ্রেপ্তার
কারাগারে যাওয়া আসামিরা হলেন- যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মো. নাছির, সদস্য সচিব মিজানুর রহমান, বায়েজিদ থানার আহ্বায়ক মো. রাসেল, কর্মী ইয়াসিন আরাফাত, হাবিবুল্লাহ মিজান, ইমন ও ইমরান হোসেন।
কোতয়ালী থানা পুলিশ সূত্র জানায়, আগামীকাল রোববার (২৪ অক্টোবর) গ্রেপ্তার হওয়া আরো ১৫ জনের রিমান্ড আবেদন করা হবে।
গত ১৬ অক্টোবর জেএমসেন হল পূজা মণ্ডপে হামলার চেষ্টার ঘটনায় ৮৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। মামলা অজ্ঞাতনামা আরও অন্তত ৫০০ জনকে আসামি করা হয়। কোতয়ালী থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।