চট্টগ্রামে মেয়র পদে জয়ী রেজাউল
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিন লাখ ১৬ হাজার ৭৫৯ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে পরাজিত করেন তিনি।
বুধবার রাত পৌনে দুইটায় এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার হাসানুজ্জামান।
এ সময় তিনি বলেন, নির্বাচনে ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৪ লাখ ৩৬ হাজার ৫৪৩ জন। ভোট প্রদানের হার ২২.৫২%।
নৌকা প্রতীকে রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
এছাড়া মেয়র পদে মোমবাতি প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর পেয়েছেন ৪ হাজার ৬৫৩ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯৮০ ভোট, চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ১ হাজার ১০৯ ভোট ও হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে খোকন চৌধুরী পেয়েছেন ৮৮৫ ভোট।
নির্বাচনে মোট ৭৩৩ কেন্দ্রে ভোটগ্রহণ হয়। তবে ইভিএম ভাঙচুরের ঘটনায় স্থগিত করা হয় দুটি কেন্দ্রের ভোট।