চট্টগ্রামে শর্তসাপেক্ষে রেস্তোরা খোলার অনুমতি দিলো সিএমপি
করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম শহরে বন্ধ থাকা রেস্তোরাগুলো শর্তসাপেক্ষে খোলার অনুমতি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গতকাল রোববার সিএমপি কমিশনার মাহাবুবর রহমান রেস্তোরা খোলার বিষয়ে নগরীর ১৬টি থানায় নির্দেশনা দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক।
করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে টানা ১০ দিন দেশে লকডাউনের সাধারণ ছুটি চলছে। সেই সঙ্গে ওষুধ এবং মুদি দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। বন্ধ থাকে রেস্তোরা বা খাবারের দোকান।
রেস্টুরেন্ট খোলার শর্তগুলো হচ্ছে রেস্তোরা থেকে খাবার সংগ্রহ করে বাসায় নিয়ে যাওয়া যাবে; ভেতরে খাওয়া যাবেনা, খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্বে লাইনে দাড়াতে হবে, স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, রেস্তোরায় আড্ডা দেওয়া যাবেনা, খাবার তৈরী থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে, প্রতিটি রেস্তোরা বা খাবার দোকানের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে এবং খাবার পার্সেলে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।