চট্টগ্রামে ২০ হাজার লিটার ফার্নেস অয়েলসহ আটক ৩
চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ২০ হাজার লিটার ফার্নেস অয়েলসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার আটকের ঘটনা ও ফার্নেস অয়েল জব্দের বিষয়টি র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
আটককৃতরা হলেন- জামাল হোসেন (৩৪), মো. আলামিন (৩০) ও সাদ্দাম হোসেন (৩০)।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, দুটি ট্যাংক লরি থেকে মোট ২০ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিদেশ থেকে চোরাইপথে আনা ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।